সুনামগঞ্জে জামায়াতের কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

 



বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করে।

 


আগামী ১ ফেব্রুয়ারি শহরের সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠেয় এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

 


জেলা জামায়াতের আমীর তোফায়েল আহমদ খান জানান, সুনামগঞ্জের ইতিহাসে বৃহৎ সমাবেশ করবে জামায়াত। সমাবেশ সুষ্ঠু ভাবে সফল করতে সবার সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

 

 
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের নায়েবে আমীর মুমতাজুল হাসান আবেদ, সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ আব্দুল্লাহ, প্রচার সম্পাদক মো. নূরুল ইসলাম, পৌর জামাতের আমীর আব্দুস সাত্তার মামুন।

 

 

 

সিলেটভিউ২৪ডটকম/ শহীদনূর/ নাজাত