সরকারি একটি ব্যাংকের ভেতরে ওয়ারেন্টভুক্ত আসামিকে লুকিয়ে রেখেছিলেন শাখাটির ম্যানেজার। তবে শেষ রক্ষা হয়নি, খবর পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করেছে।

 


গ্রেফতারকৃত মো. মিজানুর রহমান (৩৮) খুলনা জেলার লবণচরা থানার পূর্ব হরিণহাটা গ্রামের মো. আবুল কালাম আজাদের ছেলে।

 

 

তার বিরুদ্ধে লবণচরা থানায় মামলা রয়েছে। সে মামলায় তিনি ওয়ারেণ্টভুক্ত পলাতক আসামি ছিলেন।

 

 

জানা যায়, ওয়ারেন্টভুক্ত আসামি অবস্থায়ও মিজান সিলেট মহানগরের জিন্দাবাজারের ওয়াহিদ ভিউয়ে অবস্থিত বেসিক ব্যাংক লি. শাখার ম্যানেজারের গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন। নিজের গাড়িচালককে গ্রেফতার থেকে বাঁচাতে মঙ্গলবার অফিস সময় শেষে মিজানকে ব্যাংকের ভেতর নিজের কক্ষে রেখে তালা দিয়ে রাখেন ম্যানেজার। খবর পেয়ে সন্ধ্যায় আসামিকে ধরতে গিয়ে গেটে তালা দেওয়া দেখে পুলিশ ম্যানেজারকে ফোন দিলে তিনি ‘অফিস টাইম শেষ’র অজুহাতে তালা খুলে দিতে চাননি। প্রায় ৫ ঘণ্টা সেখানে দাঁড়িয়ে থাকে পুলিশ।

 

 

একপর্যায়ে রাত সাড়ে ৯টার দিকে ম্যানেজার বাধ্য হয়ে তালা খুলে দেওয়ার ব্যবস্থা করেন। এসময় পুলিশ মিজানকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

 

 

বুধবার (২৯ জানুয়ারি) তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করবে সিলেট কোতোয়ালির পুলিশ। 

 

 

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।

 

 

সিলেটভিউ২৪ডটকম / নাজাত