সিলেটের নাম শুনলেই চেহারায় ভেসে ওঠে সুরমা নদীর তীরে কিনব্রিজ সংলগ্ন ‘আলী আমজদের ঘড়ি’। এক ঘণ্টা পরপরই ঘণ্টা বাজিয়ে নগরবাসীকে সময় জানান দেয় ঘড়িটি। পর্যটকরাও আসেন ঘড়ি দেখতে নিয়মিত। কিন্তু প্রায় দেড়শ বছরের পুরনো ঘড়িটি এখন ঘুরছে অসময়ে। তবে দ্রুত সময়ের মধ্যে ঘড়িটি ঠিক করা হবে বলে জানিয়েছে রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সিলেট সিটি করপোরেশন (সিসিক)।
গত সোমবার দুপুরে মহানগরীর চাঁদনীঘাট এলাকার আলী আমজদের ঘড়িঘরের পাশে গিয়ে দেখা যায়, ১০টা ৪৫ মিনিটে আটকে আছে ঘড়ির কাঁটা। একইদিন সন্ধ্যা ৬টার দিকে আবার গিয়ে দেখা যায়, একই জায়গায় আটকে রয়েছে কাঁটা। আজ বুধবার (২৯ জানুয়ারি) দুপুরেও অবস্থা অপরিবর্তিত ছিলো। তবে ঘড়ির কাঁটা অচল হলেও ঘণ্টা বাজছে নিয়মিত।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, ঘড়ির কাঁটা অনেক সময় ঘুরলেও তা সঠিক সময়ে থাকছে না। এরআগে প্রায় এক বছর বন্ধ থাকার পর ২০২০ সালে ঘড়িটি চালু করা হয়েছিল। তারও আগে দীর্ঘদিন বন্ধ থাকার পর বড় ধরনের সংস্কার শেষে ২০১৬ সালে ঘড়িটি চালু করেছিল সিসিক।
এ বিষয়ে সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার সিলেটভিউকে বলেন, বিষয়টি আমি অবগত হয়েছি। ঘড়িটি দ্রুত ঠিক করতে পদক্ষেপ নিচ্ছি। তবে কবে ঠিক করা হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলতে পারেননি তিনি।
জানা গেছে, ১৮৭৪ সালে তৎকালীন বড় লাট লর্ড নর্থব্রুক সিলেট সফরে এসেছিলেন। তার প্রতি শ্রদ্ধা জানাতে ওই বছর মৌলভীবাজারের কুলাউড়ার পৃত্থিমপাশার জমিদার নবাব আলী আহমদ খান ঘড়িটি নির্মাণ করেন। নামকরণ করেন নিজের ছেলে আলী আমজাদ খানের নামে। সেই থেকে এটি আলী আমজাদের ঘড়ি নামে পরিচিত।
গবেষকদের কেউ কেউ মনে করেন, ভারতের দিল্লির চাঁদনী চক থেকে অনুপ্রাণিত হয়ে নবাব ঘড়িটি স্থাপনে উদ্যোগী হয়েছিলেন। তাদের মতে, সেই সময়ে সিলেটে ঘড়ির প্রচলন তেমন ছিল না। ফলে এ ঘড়ি থেকেই সময় জানতে পারত শহরের বেশির ভাগ মানুষ।
সিলেটভিউ২৪ডটকম / মাহি