বাদাম বাগিচা যুব সমাজের আয়োজনে ৬নং ওয়ার্ড বাদাম বাগিচা প্রিমিয়ার লীগের জার্সি উন্মোচন, ট্রফি প্রদর্শন ও প্লেয়ার ড্রাফট অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বুধবার (২৯ জানুয়ারি) রাতে সিলেট বিভাগীয় স্টেডিয়াম আউটার জামে মসজিদ সংলগ্ন স্থানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সেবা ফাউন্ডেশন ইউকে ব্রাঞ্চের সাধারণ সম্পাদক আব্দুর রশিদের সভাপতিত্বে ও সেবা ফাউন্ডেশন ইউকে ব্রাঞ্চ অফ বাংলাদেশের ডেপুটি ডাইরেক্টর ও মানবতার বাতিঘর সমাজ কল্যাণ সংঘের সভাপতি শিপন আহমেদ রিজনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে যুব উন্নয়ন কর্মকর্তা ও আঞ্চলিক মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক (ভাঃ প্রাঃ) মোহাম্মদ আমিনুজ্জামান চৌধুরী বলেন, বর্তমান সমাজে কিশোর গ্যাং কালচার একটি ভয়ংকর সামাজিক সমস্যা হিসেবে দেখা দিয়েছে। তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে হলে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। এই ধরনের টুর্নামেন্ট কেবলমাত্র একটি খেলার আয়োজন নয়, এটি যুব সমাজকে মাদক, অপরাধ ও অবক্ষয়ের পথ থেকে দূরে রাখার একটি কার্যকর উদ্যোগ। ক্রীড়াঙ্গনের প্রতি সমর্থন বাড়ালে সমাজে সুস্থ সংস্কৃতির বিকাশ ঘটবে, যা কিশোরদের সঠিক পথে পরিচালিত করতে সহায়ক হবে।
স্বাধীনতা স্কোয়াডের উপদেষ্টা ও হাউজিং এস্টেট ইয়ুথ এসসিয়েশনের সভাপতি ওমর মাহবুব বলেন, যুব উন্নয়ন অধিদপ্তর সবসময় তরুণদের দক্ষতা বৃদ্ধি ও উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। এই ধরনের আয়োজন সমাজ উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করছি, এই টুর্নামেন্টের মাধ্যমে তরুণরা শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন ও খেলাধুলার প্রতি আরও আগ্রহী হবে।
এবারের প্রতিপাদ্য বিষয় “কিশোর গ্যাং-কে না বলি, ক্রিড়া অঙ্গন-কে সমর্থন করি” এই বার্তা সামনে রেখে আয়োজিত এই লীগে সিলেটের তরুণ খেলোয়াড়দের অংশগ্রহণের মাধ্যমে সুস্থ ও সামাজিকভাবে গড়ে ওঠার আহ্বান জানানো হয়।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- পাহাড়তলী ক্রীড়াচক্রের সভাপতি তারেক আহমেদ বিলাস, সমাজসেবক ও ক্রীড়া সংগঠক মেহবুবুর রহমান, আর এম এস স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক সাকিব আহমেদ, মানবতার বাতিঘর সমাজ কল্যাণ সংঘের সাধারণ সম্পাদক এইচএম হাবিব, সহ-সভাপতি ফয়সাল আহমেদ, সিলেট জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক ক্রীড়া সংগঠক নাহিয়ান আহমেদ রিপন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- আয়োজক কমিটির সাংগঠনিক সম্পাদক রিমন আহমেদ সাধারণ সম্পাদক সুমন আহমেদ, অর্থ সম্পাদক বেলাল আহমেদ আহমেদ, প্রচার সম্পাদক মাসুক আহমেদ প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৯