শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) সরকারি সফরে আসবেন শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম।
বুধবার (২৯ জানুয়ারি) সংবাদ সম্মেলনে শাবি উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, সমাজকর্ম বিভাগের অধ্যাপক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. ইকবাল, ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. রাজিক মিয়া, স্টেট পরিচালক অধ্যাপক ড. মো. আবুল হাসনাত, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির, ডেপুটি রেজিস্ট্রার এএফএম ড. সালাউদ্দিন, ডেপুটি রেজিস্ট্রার এ এফ এম মিফতাউল হক, ডেপুটি রেজিস্ট্রার মো. কালাম আহমেদ চৌধুরী প্রমুখ এবং শাবি প্রেস ক্লাবের সভাপতি নুরুল ইসলাম রুদ্র, সাধারণ সম্পাদক হাসান নাঈমসহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বাড়ানোর লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ১০০০ আসন বিশিষ্ট দুটি হল নির্মাণের কাজ চলছে। একাডেমিক ও প্রশাসনিক ভবন নির্মাণের কাজ শুরু হবে।
উল্লেখ্য, বর্তমানে অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের শিক্ষাবিষয়ক উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর সমতুল্য) হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ২০০৬ সালের ২৩ অক্টোবর থেকে ২০০৯ সালের ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত শাবিপ্রবির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ২০০২-০৬ সাল পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
সিলেটভিউ২৪ডটকম / মাহি-১১