সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় লক্ষীপাশা ইউনিয়নের নিমাদলয়ে কৃষি জমির উপরিভাগের মাটি কেটে নিয়ে যাওয়ার অভিযোগে আব্দুল মতিন নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে অভিযান পরিচালনা করে এ জরিমানা করা করেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিলটন চন্দ্র পাল।
জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি আবাদি জমির মাটি কেটে অন্যত্রে নিয়ে যাচ্ছেন। পরে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এসময় আব্দুল মতিন নামের ঐ ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলটন চন্দ্র পাল সিলেটভিউকে বলেন, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। এছাড়া টিলা/মাটি কাটার তৎপরতা দেখলে প্রশাসনকে তাৎক্ষণিক তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য তিনি অনুরোধ জানান।
সিলেটভিউ২৪ডটকম / মাহি-৭ /এসডি-২১