প্রতি বছরের মতো এবারও মাঠে গড়িয়েছে মেট্রোপলিটন ইউনিভার্সিটি প্রিমিয়ার লিগ (এমপিএল)-এর সিজন ১৩। জমকালো আয়োজনের মধ্য দিয়ে বুধবার লিগের উদ্বোধন হয়। এমপিএলের আয়োজনের দায়িত্বে রয়েছে এমইউ স্পোর্টস ক্লাব।
উদ্বোধনী অনুষ্ঠানে মেট্রোপলিটন ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. তাহের বিল্লাল খলিফা, রেজিস্ট্রার তারেক ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন বিভাগীয় প্রধানগণ, শিক্ষকবৃন্দ, কর্মকর্তাবৃন্দ, এমইউ স্পোর্টস ক্লাবের সভাপতি এম জেড ফজলে রাব্বী ও সাধারণ সম্পাদক সুলতানুল আরিফিন ইমনসহ এমইউ স্পোর্টস ক্লাবের সদস্যবৃন্দ এবং মেট্রোপলিটন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কোষাধ্যক্ষ তাহের বিল্লাল খলিফা বলেন, ক্রীড়া শুধু শরীর চর্চার মাধ্যম নয়, বরং নেতৃত্বগুণ ও দলীয় চেতনার বিকাশ ঘটায়।
উদ্বোধনী অনুষ্ঠানের পর সকাল সাড়ে ১১টায় প্রথম ম্যাচে মুখোমুখি হয় ইংলিশ ওয়ারিয়র্স ও বিবিএ ড্রাগন দল। উত্তেজনাপূর্ণ ম্যাচটিতে ৬ উইকেটে জয় তুলে নেয় বিবিএ ড্রাগন।
পরের ম্যাচে ডিপার্টমেন্ট অব ল এন্ড জাস্টিস দলের বিপক্ষে মাঠে নামে বিবিএ উলফ। ম্যাচে ৭ রানে জয়লাভ করে বিবিএ ল এন্ড জাস্টিস।
এমপিএলের পাওয়ারড বাই স্পন্সর হিসেবে আছে এমব্রসিয়া, ম্যান অব দ্য ম্যাচ স্পন্সর প্রিয়জন জুয়েলার্স, এক্সক্লুসিভ স্পন্সর বাফেট প্যারাডাইস।
সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে