শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের উদ্যোগে ‘রাজনীতি, সমাজ ও উন্নয়ন’ শীর্ষক দুই দিনব্যাপি প্রথম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

 


আগামীকাল ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি ২০২৫ (শুক্রবার ও শনিবার) অনুষ্ঠাতব্য এই সম্মেলন সফলে অনুদান হিসেবে ১ লক্ষ টাকার চেক প্রদান করেছে পলিটিক্যাল স্টাডিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

 

গতকাল বুধবার (২৯ জানুয়ারি) সামাজিক বিজ্ঞান ভবনের কনফারেন্স হলে এক অনাড়ম্বর অনুষ্ঠানে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ মোতাহের হোসেন সোহেল সম্মেলন আয়োজক কমিটির সদস্য সচিব প্রফেসর ড. জায়েদা শারমিনের কাছে অনুদানের চেক হস্তান্তর করেন।

 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পলিটিক্যাল স্টাডিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও প্রাক্তন সভাপতি বিভাগের শিক্ষক বর্তমানে মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক, সম্মেলন আয়োজক কমিটির সহ-আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম, যুগ্ম-সদস্য সচিব অধ্যাপক ড. সাহাবুল হক, মিডিয়া উপকমিটির প্রধান ড. মোহাম্মদ মাসুদ সরকার, সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ এমদাদুল হক, মোহাম্মদ শাহিন আলম, সরদার মনসুর আহমদ প্রমুখ।

 

এসময় অনুদান প্রদানের জন্য সম্মেলন আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. দিলারা রহমান ও বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সৈয়দ আশরাফুর রহমান ভার্চ্যুয়ালি পলিটিক্যাল স্টাডিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানান ও সম্মেলন সফলে সহায়তা কামনা করেন। 

 

সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর মর্যাদায়) ও শাবিপ্রবির প্রাক্তন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম, মূলবক্তা হিসেবে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অতিথি অধ্যাপক ও সেন্টার ফর পলিসি ডায়ালগের ডিস্টিংগুইশড ফেলো ড. রওনক জাহান। সভাপতিত্ব করবেন শাবিপ্রবির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ এম সরোয়ারউদ্দিন চৌধুরী।

 

সম্মেলনে ২টি প্লেনারি ও ১৫টি প্যারালাল সেশনে ১১০টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হবে। বাংলাদেশসহ ৮টি দেশের গবেষকরা এ সম্মেলনে অংশগ্রহণ করবেন।

 

সিলেটভিউ২৪ডটকম / প্রেবি / সানি-২