বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগরীর উলামা বিভাগের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার নগরীর বন্দরবাজার এলাকায় হতদরিদ্র মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
উলামা বিভাগের (থানা) আমীর ড. মাওলানা এএইচএম সোলায়মানের সভাপতিত্বে ও নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা ফখরুল ইসলামের পরিচালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর সহকারী সেক্রেটারী মাওলানা ইসলাম উদ্দিন।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- মাওলানা খলীলুর রহমান, মাওলানা আব্দুল বাসিত, মাওলানা মইনুল ইসলাম ও মাওলানা আতাউর রহমান প্রমূখ।
শীতবস্ত্র বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, সমাজের অসহায় হতদরিদ্র মানুষেরা আমাদেরই আপনজন। বিশেষ করে অনেক আলেম-উলামা রয়েছেন বহুকষ্টে জীবনযাপন করলেও আত্মসম্মানের কারণে কারো সাথে শেয়ার করেন না। এমন মানুষদের পাশে সামর্থবানদের দাঁড়ানো উচিত। তাদের খোঁজ নেয়া উচিত। বিত্তবানদের সম্পদে হতদরিদ্র মানুষের হক রয়েছে। তাই নিজ নিজ অবস্থান থেকে অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে হবে।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৪