সিলেটের জকিগঞ্জ উপজেলার কামালপুর গ্রামের প্রবাসীসহ গ্রামবাসীর নিজস্ব অর্থায়নে এক কোটি টাকা ব্যয়ে প্রায় সাড়ে ৩ কিলোমিটার রাস্তার কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
 

এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১টায় কাজলসার ইউনিয়নের কামালপুর গ্রামের উত্তর মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


এলাকার মুরব্বী মাওলানা আব্দুর রহীম কামালীর সভাপতিত্বে ও সাংবাদিক রহমত আলী হেলালীর পরিচালনায় শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফিজ সুলতান আহমদ।

যুবনেতা হাসান আহমদের স্বাগত বক্তব্যে সূচীত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- জকিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অর্ণব দত্ত।
 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না ও জকিগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোশাররফ হোসেন।

এলাকাবাসী পক্ষে বক্তব্য রাখেন রূপালী ব্যাংকের সাবেক ডিজিএম মো. এবাদুর রহমান, জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো. শফিকুর রহমান. কাজলসার ইউপি'র সাবেক চেয়ারম্যান এম.এ.রশীদ বাহাদুর, ব্যবসায়ী মো. নুরুল হক, ইউপি সদস্য ফারুক আহমদ, ইউপি সদস্য চুনু মিয়া,  ব্যবসায়ী কামরুল হুদা কমরু, প্রবাসী রুহুল আমীন রুমেল ও যুবনেতা আতাউর রহমান আতা প্রমূখ।
 

এছাড়াও এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও প্রবাসীসহ সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে আগত অতিথিবৃন্দকে এলাকাবাসীর পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়। পরে অতিথিবৃন্দসহ এলাকাবাসী মোনাজাতের মাধ্যমে রাস্তার মাটি কাজের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন।

এলাকাবাসী জানান, কামালপুর গ্রামটি সবদিকে এগিয়ে থাকলেও যোগাযোগ ক্ষেত্রে এতদিন কিছুটা পিছিয়ে ছিল। জেলা শহর ও উপজেলা সদরের সঙ্গে যোগাযোগের জন্য একটি মাত্র রাস্তা থাকায় নানা বিড়ম্বনা পোহাতে হতো। তা থেকে উত্তরণের জন্য একটি বিকল্প রাস্তার জন্য বারবার স্থানীয় জনপ্রতিনিধিদের বলে আসছিলেন। কিন্তু দুএকজন ইউপি চেয়ারম্যান কিছুটা কাজ করলেও পূর্ণ রাস্তা কেউ-ই করতে পারেননি। শেষ পর্যন্ত প্রবাসে থাকা গ্রামের বাসিন্দা ও গ্রামবাসী মিলে নিজেদের চাঁদায় কোটি টাকা ব্যয়ে সাড়ে ৩ কিলোমিটার রাস্তা নির্মাণের উদ্যোগ নিয়ে শেষ পর্যন্ত কাজের শুভ উদ্বোধন করতে সক্ষম হন।

 

 

 

সিলেটভিউ২৪ডটকম/হাছিব/এসডি-১৫