সিলেটের বিশ্বনাথ ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উত্তর বিশ্বনাথ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ে তারুণ্যের উৎসব ও চিরায়ত বাংলার পিঠা উৎসব পালন করা হয়েছে।
 

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সকালে জাতীয় সংগীত পরিবেশন শেষে ফিতা কেটে উৎসবের শুভ উদ্বোধন করে পিঠা উৎসবের স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ।


বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি কবি জসিম উদ্দিন খানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোহাম্মদ রাকিবুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন- যুক্তরাজ্য প্রবাসী বাবুল আহমদ, যুক্তরাষ্ট্র প্রবাসী রায়হান আহমদ, মোহাম্মদ সৈয়দুর রহমান, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য আমির আলী, সংগঠক মামুন আহমদ।
 

সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাংশু শেখর তালুকদার।

এসময় অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক’ সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

 


সিলেটভিউ২৪ডটকম/প্রনঞ্জয়/এসডি-২৫