সিলেটের গোলাপগঞ্জে বিআরটিসি ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে আহতদের কারো অবস্থা গুরুতর নয়।


শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে গোলাপগঞ্জের দাঁড়িপাতন নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।



গোলাপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান মোল্লা জানান, ঘন কুয়াশার কারণে সিলেটগামী একটি বিআরটিসি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের ২০ যাত্রী আহত হন। পুলিশ দুর্ঘটনাকবলিত বাস দুটি হেফাজতে নিয়েছে।


সিলেটভিউ২৪ডটকম/নাজাত