স্বাধীনতার পরবর্তীতে বাংলাদেশে অনেক আইন হয়েছে, কিন্তু খুব কমই বাস্তবায়ন হয়েছে। আইনের বাস্তবায়নের জন্য আইন নিয়ে গবেষণা ও বিশে¬ষণ প্রয়োজন। কিন্তু এটাও কম হয়ে থাকে। এখন যে সংস্কারের কথা হচ্ছে, এটা কতটুকু বাস্তবায়ন হবে তা নিয়েও বিশে¬ষণ প্রয়োজন।
 

শুক্রবার (৩১ জানুয়ারি) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পলিটিক্যাল স্টাডিজ বিভাগের ‘রাজনীতি, সমাজ ও উন্নয়ন’ শীর্ষক দুই দিনব্যাপী আস্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী পর্বে এসব কথা বলেন যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সেন্টার ফর পলিসি ডায়ালগের বিশেষ ফেলো রওনক জাহান।
 


তিনি বলেন, ‘স্বাধীনতার পরবর্তীতে বাংলাদেশে অনেক আইন হয়েছে। কিন্তু তেমন কোনো প্রয়োগ হয়নি। অনেক অগণতান্ত্রিক কাজ হয়েছে এবং হচ্ছে। কারণ এখানে আমাদের দেশে রাজনৈতিক চর্চা নেই। বর্তমান রাজনৈতিক চর্চার পরিবর্তন প্রয়োজন। এজন্য ইস্যুভিত্তিক রাজনৈতিক বিশে¬ষণ প্রয়োজন।’

সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বর্তমান অন্তবর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম।
 

তিনি বলেন, ‘আমরা এমন এক সময়ে বসবাস করছি যখন রাজনৈতিক, সমাজিক  ও বিশ্বায়নের প্রেক্ষাপটগুলো দ্রুতই পরিবর্তন হচ্ছে। বাংলাদেশে জুলাই বিপ¬বের পরে বিভিন্ন রাজনৈতিক পরিবর্তন হয়েছে। এখন বিশ্বায়নের দিকে অত্যন্ত গুরুত্ব প্রয়োজন। গণতান্ত্রিক পদ্ধতিতে বিশেষ বিষয়গুলোতে নজর দিতে। বর্তমানে পৃথিবীব্যাপী অভিবাসন বেড়েছে। এক্ষেত্রে আন্তর্জাতিক রাজনীতি ও সম্পর্কের দিকটি আলোকপাত করা প্রয়োজন। রাজনৈতিক আলোচনা বর্তমানে বেশি প্রয়োজন দেশের স্থিতিশীলতার জন্য।’
 

 

 


সিলেটভিউ২৪ডটকম/মোফাজ্জল/এসডি-০৩