সুনামগঞ্জে শতাধিক পথশিশু ও ছিন্নমূল মানুষদের নিয়ে পিঠা উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে শহরের শাপলা বিশ্বজন স্বেচ্ছাসেবী সংগঠনে উদ্যোগে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। সংগঠনের সদস্যরা নিজেরা বিভিন্ন ধরনের পিঠাপুলি তৈরি করে পথশিশু ও ছিন্নমূল মানুষদের খাওয়ানোর ব্যবস্থা করেছেন।
ফুলপিঠা, পাটিসাপটা , বাদামী পিঠা, সন্দেশ, মালপোয়া, জামপিঠা, সিঙ্গারা পিঠা, ডিম পিঠা, মুড়ির মোয়া ও বিভিন্ন ধরনের ৬ শতাধিক পিঠা পথশিশু ও ছিন্নমূল মানুষদের মধ্যে বিনামূল্যে খাওয়ানো হয়।
পিঠা উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির, সংগঠনের উপদেষ্টা নুরুল হাসান আতাহার, সুপ্রভা রাণী , কামরুজ্জামান কামরুল।
এসম উপস্থিত ছিলেন, সংগঠনের প্রতিষ্ঠাতা কর্ণ বাবু দাস, সভাপতি মাহবুবা জেবা, সাংগঠনিক সম্পাদক অন্তর কর, অর্থ সম্পাদক বাকি বিল্লাহ, সদস্য রনদয় সরকার, ইব্রাহিম, মার্জেনা, মমিনা, বর্না, রিয়া, রানা, সংগঠনের সভাপতি মাহবুবা জেবা জানান, শীতকালে বাঙালির চিরাচরিত অভ্যাস ও ঐতিহ্য শীতকালীন পিঠা খাওয়া। কিন্তু অনেকেরই পিঠা খাওয়ার সামর্থ্য ও সুযোগ নেই। ভাসমান মানুষেরা নিজেদের খাবারই রান্না করার জায়গা নেই। তাছাড়া পথশিশুরাও সুস্বাদু পিঠার স্বাদ থেকে বঞ্চিত। তাদের কথা চিন্তা করে আমরা নিজেরা পিঠা তৈরি করে তাদের খাওয়াচ্ছি। গতবছরও আমরা পথশিশু ও ছিন্নমূল মানুষদের নিয়ে পিঠা উৎসব করেছি।
তরুণ শিক্ষার্থীদের সংগঠন বিশ্বজন রক্তদান ও মানবিক কার্যক্রম পরিচালনা করে থাকে।
সিলেটভিউ২৪ডটকম / শহীদনূর / মাহি-২