‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উপলক্ষ্যে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এবং সিলেট জেলার উপজেলা যুব কাবাডি দলসমূহের অংশগ্রহণে ‘আন্তঃউপজেলা যুব অনূর্ধ্ব-১৮ কাবাডি প্রতিযোগিতা-২০২৫’ (সিলেট জেলা)অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ জানুয়ারি) আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স এর অভ্যন্তরে অবস্থিত কাবাডি মাঠে অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সিলেটের জেলা প্রশাসক ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির আহবায়ক মোহাম্মদ শের মাহবুব মুরাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হোসাইন মো. আল জুনায়েদ।
টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ার উজ জামান।
অনুষ্ঠানদ্বয়ে স্বাগত বক্তব্য প্রদান করেন সিলেটের জেলা ক্রীড়া অফিসার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য-সচিব মো. নূর হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কাবাডি আম্পায়ার হাসানুজ্জামান মিলন, নজরুল আহমদ ও গিয়াস উদ্দিন, লিটন আহমদ, সেনসি এম এ মাসুদ রানা প্রমুখ।
অনুষ্ঠানদ্বয় সঞ্চালনা করেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারী বিপুল চন্দ্র তালুকদার।
উক্ত টুর্নামেন্টের ফাইনাল খেলায় গোলাপগঞ্জ উপজেলা যুব কাবাডি দল ১৩-০৪ পয়েন্টে বিশ্বনাথ উপজেলা যুব কাবাডি দলকে হারিয়ে বিজয়ী হয় তথা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
প্লেয়ার অব দ্যা ফাইনাল মনোনীত হন গোলাপগঞ্জ উপজেলা যুব কাবাডি দলের খেলোয়াড় জীবান এবং প্লেয়ার অব দ্যা টুর্নামেন্ট মনোনীত হন গোলাপগঞ্জ উপজেলা যুব কাবাডি দলের খেলোয়াড় সাকিল আহমদ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২১