পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশে দিয়েছে শিক্ষার্থীরা। আটককৃত ছাত্রলীগ নেতার নাম সালমান ফারসি শোভন। তিনি বিশ্ববিদ্যালয়ের জীব ও ভূবিজ্ঞান অনুষদ ছাত্রলীগের সভাপতি।

 


 শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে পাঁচটায় পাবনার সরকারি এডওয়ার্ড কলেজ মাঠ থেকে পাবনা সদর থানা পুলিশ তাকে আটক করে।

 

পুলিশ জানায়, ওই ছাত্রলীগ নেতা বিকেলে বাইক নিয়ে এডওয়ার্ড কলেজে ঘুরতে যান। এ সময় কিছু ছেলে তাকে চিনতে পেরে আটক করেন। এরপর সেখান থেকে ৯৯৯ এর মাধ্যমে পাবনা সদর থানায় ফোন দিয়ে জানানো হয় নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে শিক্ষার্থীরা আটক করেছেন। এরপর পুলিশ গিয়ে ওই ছাত্রলীগ নেতাকে আটক করে।

 

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস ছালাম বলেন, যাকে আটক করা হয়েছে তিনি নিষিদ্ধ ছাত্রলীগের পদধারী নেতা। আমরা এই বিষয়ে কাজ করছি। যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায় তাহলে ফৌজদারি মামলা হবে, আর কোনো অভিযোগ না পাওয়া গেলে আমরা অন্য ব্যবস্থা নেব।


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক