দীর্ঘদিন ধরেই সিনেমায় অনিয়মিত একসময়ের দর্শকনন্দিন চিত্রনায়ক বাপ্পারাজ। পর্দায় এখন খুব একটা তাকে দেখা না গেলেও আড়াল থেকেই প্রায়ই সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে ভাইরাল হয় তার সংলাপ। এ ক্ষেত্রে অধিকাংশ সময়ই দেখা যায় তার ব্যর্থ প্রেমের চরিত্রের দৃশ্য ছড়িয়ে পড়েছে।
এছাড়া কখনো বাপ্পরাজ অভিনীত গান-ভিডিওর দৃশ্যও ভাইরাল হয়। যা নিয়ে ব্যাপক মাতামাতি করে থাকেন নেটিজেনরা। সম্প্রতি নতুন করে ভাইরাল হয়েছেন এ অভিনেতা। তার অভিনীত একটি পুরনো সিনেমার এক সংলাপ নিয়ে মাতামাতি করা হচ্ছে। স্ক্রলিং করলেই তাতে দেখা যাচ্ছে ‘চাচা হেনা কোথায়’ সংলাপ।
এ সংলাপ যখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, তখনই কেউ কেউ প্রশ্ন করে জানতে চেয়েছেন―কোথায় থেকে এলো এই সংলাপ? আর কীভাবেই বা ছড়িয়ে পড়লো পুরনো সিনেমার এ সংলাপ?
‘চাচা হেনা কোথায়’ সংলাপটি ১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘প্রেমের সমাধি’ সিনেমার একটি দৃশ্যের। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন চিত্রনায়ক বাপ্পারাজ ও চিত্রনায়িকা শাবনাজ। সিনেমার একটি অংশে দেখা যায় নায়ক বকুল (বাপ্পারাজ) দীর্ঘদিন পর বাড়ি ফিরে প্রেমিকা হেনার (শাবনাজ) খোঁজে তার বাড়িতে আসেন।
এ সময় প্রেমিকা হেনার (শাবনাজ) বাড়িঘর বিয়ের সাজে সাজানো দেখতে পান। এ ব্যাপারে হেনার বাবাকে (আনোয়ার হোসেন) নায়ক বকুল জিজ্ঞাসা করেন, ‘চাচা, বাড়িঘর এত সাজানো কেন? আর হেনা কোথায়?’ জবাবে চাচা (হেনার বাবা) বলেন, ‘হেনাকে তুমি ভুলে যাও, হেনার বিয়ে হয়ে গেছে।’
প্রেমিকা হেনার বাবার মুখে এ কথা শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রেমিক বকুল। তখন বকুল বলেন, ‘না না, হেনার বিয়ে হতে পারে না। এ আমি বিশ্বাস করি না।’ তারপরই বাজতে থাকে, ‘প্রেমের সমাধি ভেঙে, মনের শিকল ছিঁড়ে, পাখি যায় উড়ে যায়’ গানটি।
এদিকে দীর্ঘদিন পর পুরনো সিনেমার পুরনো এ সংলাপ হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যা ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের অনেকেই ‘হেনা’ দৃশ্যটির ভিডিও ক্লিপ শেয়ার করছেন। কেউ ভিডিও ক্লিপ শেয়ার করে এতে নিজের মতামত ব্যক্ত করছেন। আবার অনেক ফেসবুক পেজ, গ্রুপ দৃশ্য ও সংলাপ নিয়ে মিমসও তৈরি করছে। মতামতের ঘরেও অনেকে হাস্যরস মন্তব্য করছেন। কিন্তু ঠিক কী কারণে পুরনো এই সংলাপ হঠাৎ করেই ভাইরাল হলো, সেটি স্পষ্ট নয়।
প্রসঙ্গত, ১৯৯৬ সালে মুক্তি পায় ‘প্রেমের সমাধি’ সিনেমা। ওই সময় সিনেমাটি ব্যাপক সাড়া ফেলে দর্শকমহলে। একইসঙ্গে জনপ্রিয়তা অর্জন করেন চিত্রনায়ক বাপ্পারাজ ও চিত্রনায়িকা শাবনাজ। অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছিলেন অমিত হাসান, এটিএম শামসুজ্জামান, আনোয়ার হোসেন, গাংগুয়া ও দিলদার।
সিলেটভিউ২৪ডটকম / মাহি-৯