সিলেটে যুগান্তরের রজত জয়ন্তী উৎসবের সূচনা হয়েছে। এ উপলক্ষে শনিবার নগরীতে র্যালি বের করা হয়। র্যালি শেষে কেক কেটে রজত জয়ন্তী উৎসবের সূচনা ঘোষণা করা হয়। র্যালী ও কেক কাটা অনুষ্ঠানে সিলেটের সাবেক মেয়র, মুক্তিযোদ্ধা, রাজনীতিক, গণমাধ্যম নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকতা ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।
এসময় অতিথিরা রজত জয়ন্তীর শুভেচ্ছা জানিয়ে বলেন, নানা ঘাত-প্রতিঘাত, রক্তচক্ষু উপেক্ষা করে সত্যের সন্ধানে অবিচল থাকা যুগান্তর ২৬ বছরে পদার্পণ করেছে। তারা প্রত্যাশা রাখেন, আগামিতেও যুগান্তর যেনো সত্যানুসন্ধানে থাকে।
তারা আরোও বলেন, সত্য প্রকাশে যুগান্তরের আপোষহীন ভুমিকাই পাঠকের কাম্য। তারা যুগান্তরের স্বপ্নদ্রষ্টা, যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের আত্মার মাগফেরাত ও দৈনিক যুগান্তরের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
দুই পর্বের আয়োজনে রাজনীতিকদের মধ্যে উপস্থিত বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপি কেন্দ্রীয় সংসদের সহ-ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইযুম চৌধুরী, সিলেট জেলা বাসদ’র আহ্বায়ক আবু জাফর, সদস্য সচিব প্রণব জ্যোতি পাল, জাপা নেতা আব্দুস শহীদ লস্কর বশির, সাম্যবাদী দলের হাবিবুর রহমান চৌধুরী।
গণমাধ্যম থেকে সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিলটিভির প্রধান আল আজাদ, ইলেকট্রনিক মিডিয়া জার্ণালিস্ট এসোসিয়েশনের সভাপতি আশরাফুল কবীর, সহ সভাপতি এস আলমগীর, বাংলাদেশ ফটো জার্ণালিস্ট এসোসিয়েশনের সভাপতি ইউসুফ আলী, দৈনিক আমার দেশের ব্যুরো প্রধান খালেদ আহমদ, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের ব্যুরো প্রধান শাহ দিদার আলম চৌধুরী নবেল, ফটো জার্ণালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি শেখ আশরাফুল আলম নাসির, যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার নাবিল আহমদ, ইত্তেফাকের প্রতিবেদক অমিতা সিনহা, ক্যামেরাপার্সন শাহীন আহমদ, দৈনিক যুগভেরীর সিনিয়র স্টাফ ফটোগ্রাফার রণজিৎ সিংহ।
সংস্কৃতিকর্মী, সমাজকর্মী ও প্রশাসন থেকে শিল্পকলা একাডেমির সদস্য শামসুল বাসিত শেরো, সম্মিলিত নাট্য পরিষদের প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন, পরিচালক অর্ধেন্দু দাশ ও সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ, প্রকৃতি’র কর্ণধার আহমেদ সোহেল, গ্রীণ ডিজেবল্ড ফাউন্ডেশনর প্রধান নির্বাহী বায়েজিদ খান ও জেলা পুলিশ সুপারের পক্ষে প্রবাসী কল্যাণ সেলের ইনচার্জ মো: সাহাবুল ইসলাম।
যুগান্তরের পক্ষে সিলেট ব্যুরো প্রধান সংগ্রাম সিংহ অনুষ্ঠানে উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে বলেন, সত্যপ্রকাশ ও আপোষহীনতাই যুগান্তরের অন্যতম নীতি। সত্য প্রকাশে অবিচল ছিল বলেই প্রকাশের মাত্র ৬ মাসের মাথায় সকল দৈনিককে ছাড়িয়ে সিলেটে শীর্ষস্থান দখল করে দৈনিক যুগান্তর। জাতীয় পর্যায়েও যুগান্তরই শীর্ষ দৈনিক। যুগান্তরের এই এগিয়ে যাওয়ার পেছনে ছিল পাঠকের ভালবাসা ও সংবাদপত্রসেবীদের সহযোগিতা এবং যুগান্তর কর্তৃপক্ষের সাহসী পৃষ্ঠপোষকতা। তিনি বলেন, রজত জয়ন্তী উদযাপনে সিলেট ব্যুরোতে আরোও কর্মসূচি হাতে নেয়া হয়েছে। পরবর্তীতে তারিখ জানানো হবে।
আগত অতিথিদের স্বাগত জানান, যুগান্তরের সিলেট ব্যুরো প্রধান সংগ্রাম সিংহ, সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান রিপন, আজমল খান, সিলেট ব্যুরোর ফটোগ্রাফার মামুন হাসান, রিপোর্টার রবিউস সানী, যুগান্তর স্বজন সমাবেশ সিলেট’র সভাপতি সুমন রায়, স্বজন লাবণী আক্তার মিম, রুহিত সিনহা, সাইফুল ইসলাম ও ফজলে রাব্বি।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২০