‘তরুণদের তারুণ্যের শক্তি ও সম্ভাবনা সম্পর্কে ধারণা থাকতে হবে। আমাদের দেশের অনেক তরুণের এ সম্পর্কে ধারণা না থাকায় তাদের উদ্যম, আগ্রহ ও শক্তির অপচয় হচ্ছে। তরুণদের মেধাবী ও যোগ্য হয়ে আগামীর চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। তরুণদের শক্তি ও সম্ভাবনা দক্ষতার সাথে ব্যবহারের উপর বাংলাদেশের ভবিষ্যত নির্ভর করছে।‘


গত ৩১ জানুয়ারী শুক্রবার রাতে রোটার‍্যাক্ট ক্লাব অব হবিগঞ্জ এর ২৫তম অভিষেক ও রজতজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত সিলভার জুবিলী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক এ কথাগুলো বলেন।



এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব হবিগঞ্জ এর প্রেসিডেন্ট রোটারিয়ান এ এস এম মহসিন ও সেক্রেটারি রোটারিয়ান সৈয়দ মুহিদুল হসান। শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন তাহফিম হোসেন রিফাত এবং গীতা থেকে পাঠ করেন রোটারিয়ান পিপি অন্তু দেব।


বক্তব্য রাখেন প্রোগ্রাম চেয়ারম্যান রোটারিয়ান পিপি সজীব চন্দ্র গোপ, ক্লাবের সাবেক সভাপতি এক্স রোটা‌র‍্যাক্টর রোটা: ডা: এস আল আমিন সুমন, রোটা: দিবাকর পাল, রোটা: প্রদীপ দাস, বাপার সাধারণ সম্পাদক রোটাঃ অধ্যাপক ইলিয়াস বখত চৌধুরী, তোফাজ্জল সোহেল, রোটা: পিপি বাদল রায়, রোটা: ড.নোমান মিয়া, রোটা: তাহমিনা বেগম গিনি, রোটা: ডা:জমির আলী, রোটা: আজিজ মান্না, ইন্টা: নাহিন, রো: নোমান হোসেন রোট: পিপি পূন্যভ্রত চৌধুরী , ইনার উইল ক্লাবের প্রেসিডেন্ট তাসকিরা আক্তার, রো: সানজিদা হোসেন, মিছবাহ উদ্দিন তারেক প্রমুখ।


প্রধান অতিথি সকল রোটারেক্টরদের নিয়ে কেক কাটেন এবং এ উপলক্ষ্যে প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন করেন।


পরে র‍্যাফেল ড্র, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফেলোশিপ ডিনারে সকলে অংশ নেন।


সিলেটভিউ২৪ডটকম / প্রেবি/ মিআচৌ