সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। এরমধ্যে রয়েছে ভারতীয় গরুর মাংস। এতোদিন গরু পাচার করলেও এবার কৌশল পাল্টিয়েছে চোরাকারবারীরা। 

 


আজ রবিবার (২ ফেব্রুয়ারি) সকালে ৪৮ বিজিবির দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, সোনারহাট, তামাবিল, মিনাটিলা, সংগ্রাম, প্রতাপপুর, কালাইরাগ এবং বিছনাকান্দি বিওপি কর্তৃক অভিযান চালায়। 

 

এসময় বিপুল পরিমান ভারতীয় মহিষ, কমলা, চিনি, মেহেদী, গরুর মাংস, চকলেট, ফেন্সিডিল বাংলাদেশ থেকে পাচারকালে রসুন এবং চোরাচালানী পন্য পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কার আটক করে।

 

আটককৃত মালামালের আনুমানিক  মূল্য ৮০ লাখ ১৩ হাজার ১শ  টাকা। 

 

এ ব্যাপারে অধিনায়ক, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আডিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রযোজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

সিলেটভিউ২৪ডটকম/  সানি-৩