সিলেটের ওসমানীনগর উপজেলায় উনিশ মাইল নামক স্থানে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে ঘটনাস্থলে দুজন ও হাসপাতালে দুজন মারা যান।


রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে ট্রাক ও প্রাইভেট কারের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। ঘন কুয়াশার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।



নিহতরা হলেন- নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার আমইল্লা গ্রামের মোসলে উদ্দিন ভূঁইয়ার মেয়ে শামীমা ইয়াসমিন (৩৮) ও সায়মা আক্তার ইতি (৩৫), নিহত সায়মার ছেলে আয়ান (৬) ও রূপগঞ্জ থানার মোগড়াপাড়া গ্রামের মিলন ভূঁইয়ার ছেলে সুহেল ভূঁইয়া (৩৮)। নিহত সবাই সম্পর্কে ভাই-বোন ও বোনের ছেলে।


দুর্ঘটনা ও মৃত্যুর বিষয়টি সিলেটভিউ-কে নিশ্চিত করেছেন সার্কেল এসপি (ওসমানীনগর-বিশ্বনাথ) আশরাফুজ্জামান (পিপিএম)।


সংশ্লিষ্ট সূত্র জানায়, হযরত শাহজালাল রাহ.-এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে রূপগঞ্জ থেকে এক পরিবারের সদস্যরা প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ ২৯-৬৮৩০) দিয়ে সিলেট আসছিলেন। রবিবার সকাল সাড়ে ৭টার দিকে ওসমানীগরের উনিশ মাইল নামক স্থানে সিলেট থেকে ছেড়ে যাওয়া একটি ট্রাকের (ঝিনাইদহ-ট ১১-০৮৫৭) সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ২ জন মারা যান।


খবর পেয়ে ওসমানীনগর থানা ও শেরপুর হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিস দুটি টিম এসে স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে ওসমানী হাসপাতালে পাঠায়। হাসপাতালে নিয়ে আসার পথে এবং পরে মারা যান দুজন।
 

 

 

সিলেটভিউ২৪ডটকম / ডালিম