মৌলভীবাজারের বড়লেখায় দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন যুবকল্যাণ পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে স্থানীয় কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা নায়েবে আমীর ফয়সল আহমদ।

দক্ষিণ দক্ষিণ ইউনিয়ন যুবকল্যাণ পরিষদের সভাপতি সাহেদুল ইসলাম সুমনের সভাপতিত্বে ও জামায়াতের ইউনিয়ন সাংগঠনিক সেক্রেটারি মো. অলিউর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য এবং যুব কল্যাণ পরিষদের উপজেলা সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন, উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য ইউনিয়ন প্রধান উপদেষ্টা মো. আব্দুস সামাদ, ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আবু জাফর বেলাল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সহ-সভাপতি আজিজ আহমদ সাবু। আরও আব্দুল্লাহ আল মামুন, হাফেজ মাওলানা খালেদ আহমদ, ইউপি সদস্য মো. এনামুল হক, ছাত্রনেতা মুসা আহমদসহ প্রমুখ। 


এসময় উপস্থিত ছিলেন মাস্টার তোফায়েল আহমদ লায়েক, আব্দুল আজিজ, মিজানুর রহমান, তাওহীদ আহমদ, নাঈম হোসেন, রাসেল আহমদ, আব্দুস শুকুর, জাহাঙ্গীর আলম, ফাতার আলী, দেলোয়ার হোসেন প্রমুখ।

সম্মেলনে সাহেদুল ইসলাম সুমনকে সভাপতি ও মো. আব্দুল বাছিতকে সাধারণ সম্পাদক মনোনীত করে ৫১ সদস্য বিশিষ্ট দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন যুবকল্যাণ পরিষদের কার্যকরি এবং ৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

সিলেটভিউ২৪ডটকম/লাভলু