লালমনিরহাটের কালীগঞ্জের চৌধুরীরহাট থেকে বিয়ের পর অটোরিকশায় করে নববধূকে নিয়ে বাড়ি ফিরছিলেন জাহিদুল ইসলাম (২২)। পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত নেওয়া হয় কাছের হাসপাতালে। সেখানে ওই তরুণকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। রোববার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কাকিনায় আসার সময় তুষভান্ডার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া জাহিদুল ইসলাম একই উপজেলার কাকিনা ওয়াপদা বাজার এলাকার মহুবুবার রহমানের ছেলে। জাহিদুল একজন অটোরিকশাচালক ছিলেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পথে তুষভান্ডার বাজার এলাকায় বর জাহিদুল ইসলাম অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসার জন্য নেওয়া হয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তানভির আহমেদ বলেন, ওই যুবককে (জাহিদুল ইসলাম) রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসার জন্য জরুরি বিভাগে আনা হয়েছিল। তাঁকে ইসিজিসহ পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করা হয়েছে। ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর কারণ বলা সম্ভব নয়।
এর আগে রোববার সন্ধ্যায় বরযাত্রী নিয়ে জাহিদুল ইসলাম কালীগঞ্জের চৌধুরীহাটে কনের বাড়িতে যান। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে নববধূকে নিয়ে নিজ গ্রামের উদ্দেশে রওনা দেন। বিয়ের রাতেই জাহিদুলের মৃত্যুতে তাঁর ও নববধূর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মালিক এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তাঁর ধারণা, হার্ট অ্যাটাকে ওই তরুণের মৃত্যু হয়েছে।
ওসি বলেন, জাহিদুল ইসলামের বাবা তাঁর কোনো অভিযোগ নেই মর্মে থানায় সোমবার দুপুরে আবেদন করেন। পরে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক