সিলেটের জকিগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। 

 


গ্রেফতারকৃত সুজন আহমদ সুলতানপুর ইউনিয়নের গঙ্গাজল গ্রামের সুলেমান আহমদের ছেলে। 

 

আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ভোর বেলা সুজন আহমদের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। 

 

পুলিশ জানায়, সুজন মাদক মামলায় যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত আসামী। দীর্ঘদিন থেকে সে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। 

 

জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না জানান, আজ মঙ্গলবার গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে বিধি মোতাবেক সোপর্দ করা হয়েছে।

 

 

সিলেটভিউ২৪ডটকম/ সানি-৭