সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি একেএম তারেক কালাম এর জানাযা আগামীকাল বুধবার বিকেল সাড়ে ৩টায় টুকের বাজার শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।

 


 

সিলেট জেলা বিএনপি সুত্র এ তথ্য নিশ্চিত করেছে।

 

 

গতকাল সোমবার বিকেলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো আনুমানিক ৬০ বছর।

 


 

জানা গেছে, সম্প্রতি তিনি হৃদরোগে আক্রান্ত হন। সিলেটে চিকিৎসাধীন থাকাকালীন উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়। সেখানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ইন্তেকাল করেন তিনি। তার বাড়ি সিলেট সদর উপজেলার টুকের বাজার এলাকায়।

 

 

গতকাল সোমবার মধ্য রাতে তার লাশ এম্বুলেন্সে করে ঢাকা থেকে সিলেটের টুকের বাজারের নিজ বাড়িতে নিয়ে আসা হয়। এসময় এলাকার মানুষ, দলীয় নেতাকর্মী, আত্মীয়-স্বজনসহ শতশত মানুষ কান্নায় ভেঙ্গে পড়েন। লাশ একনজর দেখার ভীড় করেন মরহুমের বাড়িতে। 

 

 

এদিকে বিএনপির এই নেতার মৃত্যুতে সিলেট বিএনপি পরিবারের শোকের ছায়া নেমে এসেছে।

 

 

 

 

সিলেটভিউ২৪ডটকম /জুনেদ/ নাজাত