বিদ্যালয়ের আয়ব্যয়ের হিসাব চাওয়ার জেরে স্থাণীয় একটি গ্রুপের সদস্যদের সাথে বাকবিতন্ডার মুখে অসুস্থ হয়ে পড়েছেন মাধবপুর উপজেলার শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানোয়ার মো. রেজাউল করিম। গুরুতর অবস্থায় তাকে সহকর্মীরা মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করেছেন।
 

জানা যায়, মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে তেলিয়াপাড়া এলাকার রুস্তম আলীর ছেলে ফয়সল মিয়ার নেতৃত্বে ৮-১০ জনের একটি দল প্রধান শিক্ষকের কার্যালয়ে ঢুকে বিদ্যালয়ের হিসাবপত্র দিতে বলে। এ নিয়ে তারা বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে  প্রধান শিক্ষকের সাথে। এসময় তারা প্রধান শিক্ষকের পদত্যাগ দাবী করতে থাকে।একপর্যায়ে প্রধান শিক্ষক সানোয়ার মো. রেজাউল করিম চেয়ার থেকে মাথা ঘুরে পড়ে জ্ঞান হারান। সহকর্মীরা রেজাউল করিমকে দ্রুত মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে সিলেটে রেফার করেন।
 


নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ের একাধিক শিক্ষক জানিয়েছেন বিদ্যালয়টির আসন্ন ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে একটি মহল অস্থিতিশীলতা সৃষ্টির পায়তারা করছে। আজকের ঘটনা এটারই বহিঃপ্রকাশ।
 

সহকারী প্রধান শিক্ষক আবুল বাশারকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।

শাহজাহানপুর উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি ও মাধবপুরের উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদ বিন কাশেম জানান, 'বিষয়টি খুবই দুঃখজনক।বিস্তারিত জানতে বিদ্যালয়ের অপরাপর শিক্ষকদের ডেকেছি। প্রধান শিক্ষকের জ্ঞান ফিরেছে বলে জেনেছি। এ ব্যাপারে বিস্তারিত জেনে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।'

 

 

 

সিলেটভিউ২৪ডটকম/শামীম/এসডি-০৪