বাংলাদেশ স্কাউটস দক্ষিণ সুরমা উপজেলা এডহক কমিটির ত্রৈবার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১২টায় সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার উর্মী রায় সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
এডহক কমিটির সদস্য সচিব মাধ্যমিক শিক্ষা অফিসার মো: জাফর আহমেদ এর পরিচালনায় কাউন্সিল অনুষ্ঠিত হয়।
উক্ত কাউন্সিল সভায় নমিনেশন প্রাপ্ত সদস্যদের যোগ্যতা বিবেচনা করে কমিশনার হিসেবে মনোনীত হন ডুংশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল আহমদ।
এই ছাড়া সহ সভাপতি হিসেবে লালবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনাম উদ্দিন ও দক্ষিণ সুরমা উপজেলার সহকারী শিক্ষক সমিতির সভাপতি নাছির উদ্দিনকে সহ সভাপতি হিসেবে মনোনীত করা হয়।
কোষাধ্যক্ষ পদে পল্লী মঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এলিজা বেগম এবং যুগ্ম সম্পাদক হিসাবে সিকন্দর পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ফয়জুর রহমানকে নির্বাচিত করা হয়।
কাউন্সিল সভায় আরো উপস্থিত ছিলেন-এডহক কমিটির অন্যতম সদস্য প্রাথমিকের ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার লিপিকা রায়।
উক্ত কাউন্সিল সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার উর্মী রায় উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষনা করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৬