মৌলভীবাজারের কুলাউড়ায় বন্যার্তদের সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কাদিপুর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের মধ্যে অক্সফাম ইন বাংলাদেশের অর্থায়নে এনজিওসংস্থা প্রচেষ্টার উদ্যোগে এ সহায়তা প্রদান করা হয়।
ত্রাণসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান আতিক, প্রচেষ্টার নির্বাহী পরিচালক আলী নকি খান, প্রকল্প ব্যবস্থাপক মো. হামিদুল ইসলাম, ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক একলিম সুলেমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রতিনিধি নাহিদুল রহমান প্রমুখ।
জানা গেছে, ত্রাণসামগ্রীর মধ্যে ছিলো নগদ ৮ হাজার টাকা, হাইজিন কিটস ও সবজির বীজ।
সিলেটভিউ২৪ডটকম/অনি / সানি-১১