প্রতিবেশী হিসেবে তাকে আদর করতেন। বানিয়েছিলেন নাতি। সে সুবাদে ঘরে আসা যাওয়া করতো এক কিশোর। কিন্তু কে জানতো সেই কিশোর ধ র্ষ ণ করে বসবে ২ বছরের শিশুটিকে।


মঙ্গলবার (৩ জানুয়ারি) এমনই এক ঘটনা ঘটেছে সিলেটের বিয়ানীবাজারে। মা-বাবার অনুপস্থিতির সুযোগে ২ বছরের শিশুটিকে ধর্ষণ করেছে ‘বিশ্বাস’ করা সেই ‘নাতি’।  এ ঘটনায় গোটা উপজেলায় তোলপাড় সৃষ্টি হয়েছে।



অভিযুক্ত রাজু আহমদ (১৬) বিয়ানীবাজারে সুপাতলা গ্রামের কামাল উদ্দিনের ছেলে।


স্থানীয় সূত্র জানায়, প্রতিবেশী সূত্রে রাজুকে আদর করে নাতি বানিয়েছিলেন ভিকটিমের মা। সে সূত্রে সে বাসায় যাওয়া আসা করতো। আজ দুপুরে বাসা ফাঁকা পেয়ে তার শিশুকে ধর্ষণ করে রাজু।


ধর্ষণের শিকার শিশুটিকে প্রথমে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরবর্তীতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে সে ওসিসিতে ভর্তি আছে।


এ ব্যাপারে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আশরাফ উজ্জামান সিলেটভিউ-কে জানান, ঘটনাটি খুবই মর্মান্তিক। ঘটনার পর পর অভিযুক্ত রাজু পালিয়ে গেছে। তাকে ধরতে সব জায়গায় অভিযান চালানো হচ্ছে।
 

 

 

সিলেটভিউ২৪ডটকম/ এসডি-৯