সিলেটের কোম্পানীগঞ্জের এক নারীকে বিপুল পরিমাণ ইয়াবাসহ হবিগঞ্জে আটক করেছে র্যাব-৯ সদস্যরা।
গ্রেফতারকৃত নারীর নাম জহুরা বেগম (২৪)। তার বাড়ি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শিলের ভাঙা গ্রামে। তিনি ওই গ্রামের মো. রাজু আহম্মেদের স্ত্রী এবং মৃত রতন মিয়ার কন্যা।
র্যাব-৯ জানায়, মাদক বিরোধী বিশেষ অভিযানে অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার ৪ (ফেব্রুয়ারী) দুপুর আড়াইটার দিকে হবিগঞ্জ জেলার বাহুবল থানাধীন লস্করপুর রেলক্রসিং এলাকায় অভিযান চালায়। অভিযানকালে ৩ হাজার ৮শ পিস ইয়াবাসহ জহুরাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত জহুরার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ সানি-১৩