বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার ২নং হবিবপুর ইউনিয়নে জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারী) বিকালে শাশখাই বাজারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
শাল্লা উপজেলা কৃষকদলের আহ্বায়ক মোঃ মাহাতাব উদ্দিনের সভাপতিত্বে সিনিয়র যুগ্ম আহ্বায়ক একরামুল হোসেন ও যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন, শাল্লা উপজেলা বিএনপি নেতা নিত্যানন্দ দাস নিতাই, শৈলেন চন্দ্র দাস, ডাঃ উসমান মিয়া, মুছা মিয়া ও শান্তূ মিয়া। উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন। শাল্লা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহবুব হোসেন শিশু, যুবদল নেতা আবু সাইদ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রোমান আহাম্মদ ও ছাত্রদল নেতা হৃদয় রকি ।
আরো বক্তব্য রাখেন ১ নং ওয়ার্ডের কৃষক আল-আমিন মিয়া, ২ নং ওয়ার্ড সজল বাবু, ৩নং ওয়ার্ডের কৃষক আজিজ মিয়া, ৪ নং ওয়ার্ডের কৃষক জিশু প্রসাদ, ৫ নং ওয়ার্ডের কৃষক রতিন্দ্র চন্দ্র দাস, ৬ নং ওয়ার্ডের কৃষক সঞ্জিব চন্দ্র দাস, ৭ নং ওয়ার্ডের কৃষক নবকুমার দাস, ৮ নং ওয়ার্ডের কৃষক আঃ লোদন মিয়া ও ফখরুল এবং ৯ নং ওয়ার্ডের কৃষক সোনা কুমার বৈষ্ণব।
এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন এলাকার নানান শ্রেণী পেশার মানুষ।
সিলেটভিউ২৪ডটকম/ সন্দীপন / সানি-৬