সুনামগঞ্জে বিদেশী মদসহ গ্রেফতারকৃত ৫ জন
সুনামগঞ্জে পৃথক বিদেশী মদসহ ৫ জনকে গ্রেফতার করেছে র্যাব-৯ সদস্যরা। গতকাল শুক্রবার (৭ জানুয়ারি) জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, সুনামগঞ্জ এর একটি আভিযানিক দল শুক্রবার দিবাগত রাতে সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানাধীন বেহেলী এলাকায় অভিযান পরিচালনা করে ৪৫ বোতল বিদেশী মদ ২ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার ইসলামপুর গ্রামের মো. আব্দুল মজিদের ছেলে মো. গোলাপ মিয়া (৩৬), শিবপুর গ্রামের আব্দুল কুদ্দুছের ছেলে রাসেল মিয়া (৩১)।
পৃথক অভিযানে একই রাতে সুনামগঞ্জ জেলার ছাতক থানাধীন ইসলামপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৪০ বোতল বিদেশী মদসহ আরো ২ জনকে গ্রেফতার করা হয়। তারা হলো, ছাতক থানার সৈদাবাদ গ্রামের আব্দুল কাদেরেরে ছেলে আব্দুল হাকিম ও একই গ্রামের মৃত রিয়াছদ আলীর ছেলে মো. রশিক আলী।
শুক্রবার রাতে অপর আরেকটি অভিযানে জেলার দোয়ারাবাজার থানা থেকে ২৩ বোতল বিদেশী মদসহ ১ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আলী আকবর (২২) নরসিংদীর সদর থানার গয়নারগাঁও গ্রামের মৃত হান্নান মিয়ার ছেলে।
সিলেটভিউ২৪ডটকম/ সানি-০৬