"এলএনজি একটি জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী একটি মরণাস্ত্র” এই প্রতিপাদ্যে জীবাশ্ম জ্বালানি বন্ধ ও নবায়নযোগ্য জ্বালানি বাস্তবায়নে সুনামগঞ্জে পরিবেশকর্মীদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
HAUS, CLEAN, BWGED-এর যৌথ উদ্যোগে আজ রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে শহরের শাপলা চত্ত্বরে অনুষ্ঠিত সমাবেশে পরিবেশ কর্মীরা বলেন, বাংলাদেশের মতো জলবায়ু-সংকটপ্রবণ দেশে এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) ব্যবহার বাড়ানো আত্মঘাতী সিদ্ধান্ত। বিদেশ থেকে আমদানি করা এই ব্যয়বহুল জ্বালানি দেশের অর্থনীতির জন্য এক বিশাল বোঝা হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম অস্থির, যার ফলে সরকারকে বড় অঙ্কের ভর্তুকি দিতে হচ্ছে।
বক্তারা বলেন, এলএনজি আসলে একটি জলবায়ু টাইম বোম। এটি পুড়লে কার্বন-ডাই-অক্সাইড নির্গত হয়, যা বৈশ্বিক উষ্ণায়নকে ত্বরান্বিত করে। আরও বিপজ্জনক হলো মিথেন গ্যাসের নিঃসরণ, যা কার্বন-ডাই-অক্সাইডের তুলনায় অন্তত ৮০ গুণ বেশি শক্তিশালী গ্রিনহাউস গ্যাস।এলএনজি সম্প্রসারণ বন্ধ করে নবায়নযোগ্য শক্তির বিস্তারের দাবি জানান।
সমাবেশে বক্তব্য রাখেন হাউসের নির্বাহী পরিচালক সালেহীন চৌধুরী স্বপ্ননীল সংস্থার সভাপতি মাহিন চৌধুরী, সুনামগঞ্জ নারী উন্নয়ন সংস্থা সভাপতি সেলিনা আবেদীন,অনির্বাণের সভাপতি শিল্পী বেগম, বিশ্বজনের উপদেষ্টা নুরুল হাসান আতাহের,হাওর বাঁচাও নেতা ফারুক আহমদ, শরীফ আহমেদ প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম / সানি-৪