অনেকের মনেই প্রশ্ন যে, রোজা রেখে শরীরে বা মুখে ক্রিম বা লোশন ব্যবহার করা যাবে কিনা? এতে রোজা নষ্ট বা মাকরুহ হবে কিনা?

এ বিষয়ে ইসলামী দৃষ্টির উত্তর আছে।


রোজার ব্যাপারে সাধারণ মূলনীতি হল, ‘বাইরে থেকে রোজাবস্থায় যে কোন পদ্ধতিতে শরীরের ভিতর কিছু প্রবেশ করলে, যদি তা পাকস্থলী অথবা মগজে প্রবেশ করে, তবে রোজা ভঙ্গ হয়ে যায়।’

এই মূলনীতির আলোকে রোজা অবস্থায় তেল, আতর, সুরমা, লোশন, ক্রিম, মলম, পাওডার, মলম বা চিকিৎসার্থে চামড়ায় ব্যবহৃত প্লাস্টার যাতে ওষুধ বা কেমিক্যাল পদার্থ থাকে ইত্যাদি তা রোজা ভঙ্গ করে না। কারণ, এগুলো পাকস্থলী অথবা মগজে পৌঁছে না। (ইবনে জিবরীন, ফাতাওয়া ইসলামিয়্যাহ ২/১২৭)

যেমন হাদিস শরিফে সুরমা সম্পর্কে এসেছে, আর সুরমার যে হুকুম, তেল ক্রিম ইত্যাদিরও একই হুকুম।

আনাস ইবনে মালেক (রা.) হতে বর্ণিত, একব্যক্তি রাসূলুল্লাহ (সা.) এর কাছে এসে বলল, আমার চোখ দু’টিতে কষ্ট পাচ্ছি। রোজাবস্থায় এতে সুরমা ব্যবহার করতে পারি কী?

তিনি বললেন, হ্যাঁ। (সুনানে তিরমিযী ১/১৫৪)

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে