সিলেটে র্যাব-৯ এর অভিযানে মাদকসহ এক যুবক গ্রেফতার হয়েছে। ঐ যুবকের নাম মো. মহরম আলী (৩৪)। তিনি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার কিরণপাড়া এলাকার বাসিন্দা।
আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-৯ এর মিডিয়া শাখা।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১২ মার্চ রাত সাড়ে ১১ টার দিকে দোয়ারার বাংলাবাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩৭ বোতল বিদেশী মদ ও ১০ বোতল বিয়ারসহ মহরম আলীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত দোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম / মাহি