জাতীয় পরিচয় পত্র (এনআইডি) পরিষেবা নির্বাচন কমিশন থেকে স্থানান্তরের বিরুদ্ধে সারাদেশে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছে নির্বাচন কমিশন।
 

বৃহস্পতিবার (১৩ মার্চ) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছে উপজেলা নির্বাচন অফিস। স্টেন্ড ফর এনআইডি লেখা ব্যনার দিয়ে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।
 


মানববন্ধনে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার (অতিরিক্ত) মো: মনিরুজ্জামান বলেন, জাতীয় পরিচয় পত্র পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তরের পরিকল্পনার বিরুদ্ধে আমাদের এই মানববন্ধন ও অবস্থান কর্মসূচি। ২০০৭-৮ সালে অত্যন্ত পরিশ্রম করে আমরা এনআইডি দাড় করিয়েছি। প্রতি বছর তথ্য হালনাগাদ করে আমরা এটাকে আপডেট করছি। এর সাথে ভোটার তালিকাও জড়িত। আমরা ভোটার তালিকা করে দেই। এনআইডি যদি আরো আপডেট করতে হয় কর্তৃপক্ষ আমাদেরকে বললে আমরা সেটা করার চেষ্টা করবো। এনআইডি যেহেতু আমরা শুরু থেকে করে আসছি এটি আমাদের কাছে থাকলে জাতির জন্য মঙ্গলের হবে।
 

মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন- কোম্পানীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মতিন, সমাজসেবা কর্মকর্তা আবু সাইদ, আনসার ভিডিপি কর্মকর্তা সেলিনা বেগম প্রমুখ।

 

 


সিলেটভিউ২৪ডটকম/জলিল/এসডি-০৬