সিলেটে ২ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। সিলেট নগরীর বন্দরবাজারস্থ করিম উল্লাহ মার্কেটের সামনে হতে তাদের গ্রেফতার করা হয়।   

 


গ্রেফতারকৃতরা হলো, জৈন্তাপুর থানার পানিছড়া চিকনাগুল এলাকার মনাফ মিয়ার ছেলে শাহেদ আহমদ (২০) ও কিশোরগঞ্জের অষ্টগ্রাম থানার মান্তিপুর গ্রামের জিবু মিয়ার ছেলে রুবেল মিয়া (২৪)।   এরমধ্যে শাহেদ সিলেটের লালাদিঘীরপাড় এবং রুবেল কুয়ারপাড়ে বসবাস করে আসছে।

 

পুলিশ জানায়, গত বুধবার (১২ মার্চ) রাতে কোতোয়ালী মডেল থানা পুলিশ উল্লাহ মার্কেটের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করেছে।  তারা উভয়েই চিহ্নিত ছিনতাইকারী।  থাতাদের বিরুদ্ধে একাধিক চুরি ছিনতাই মামলা রয়েছে।   

 

বৃহস্পতিবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।  

 

বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।


সিলেটভিউ২৪ডটকম/ সানি