কুড়িগ্রামের উলিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক অধ্যক্ষ আহসান হাবিব রানাকে (৬২) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে উলিপুর শহরের জনতা ব্যাংকের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান।
আহসান হাবীব রানা থেতরাই ইউনিয়নের কিশোরপুর এলাকার আব্দুল মজিদ প্রামাণিকের ছেলে।
তিনি বজরা এলকে আমিন কলেজের অধ্যক্ষ ছিলেন।
এর আগে গত বছরের ২৭ অক্টোবর রাতে কুড়িগ্রাম পৌর শহর থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কুড়িগ্রামের শিক্ষার্থী আশিক হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল।
ওসি জিল্লুর রহমান জানান, গত ১৮ জুলাই উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ এবং মসজিদুল হুদা সংলগ্ন এলাকা থেকে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা ও মারধরের মামলায় আহসান হাবিব রানাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ ডেস্ক /মিআচৌ