সিলেটে ভারতীয় চিনিসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার ঘিলাবই গ্রামের মো. হাসমত আলীর ছেলে মো. জাহাঙ্গীর আলম এবং সিলেটের জৈন্তাপুর থানার লক্ষীপুরের ইব্রাহিম খলিলের ছেলে মো. সাহিন আলী।  

 


পুলিশকে ধোঁকা দিতে তারা ট্রাকের উপরে পাথর রেখে এর নিচে লুকিয়ে ভারতীয় চিনি পাচার করছিলো।   কিন্তু শেষ রক্ষা হলোনা।  

 

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে দাসপাড়া এলাকায় চেকপোস্ট করাকালে একটি ট্রাক থামিয়ে তাতে তল্লাসী চালানো হয়।   এসময় বড় বড় সাইজের পাথর সড়াতেই পুলিশ সদস্যরা দেখতে পান চিনির বস্তা।  

 

ট্রাকটিতে সাদা পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় ২শ ৭৫ বস্তা ভারতীয় চিনি ছিল।   যার মোট ওজন ১৩ হাজার ৪শ ৭৫ কেজি। প্রতিটি বস্তার গায়ে "WHITE CRYSTAL SUGAR, INDIA" লেখা ছিল।   জব্দকৃত চিনির মূল্য আনুমানিক ১৬ লাখ ১৭ হাজার টাকা।

 

গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

 

 

সিলেটভিউ২৪ডটকম/ সানি