সিলেটের দক্ষিণ সুরমায় একটি অবাসিক হোটেল থেকে অসামাজিক কাজের অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

 


বুধবার রাতে কদমতলী এলাকার হোটেল আল হক আবাসিক থেকে তাদের গ্রেফতার করা হয়।

 

পুলিশ জানায়, ওই হোটেলে বিশেষ অভিযান পরিচালনা করে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে এলাইচ মিয়া (৩৮) ও মাঈশা ইসলাম (১৯) কে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।  

 

গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

 

 


সিলেটভিউ২৪ডটকম/ সানি