আজ ১৪ মার্চ, ১৩ রোজা। শুক্রবার।
এ দিনের সিলেট ও তৎপাশ্ববর্তী এলাকায় সাহরির শেষ সময় ভোর ৪টা ৪৩ মিনিট ও ইফতারের সময় ৬টা ০৪ মিনিট।
ইফতার করানো অনেক সওয়াবের কাজ
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, "যে ব্যক্তি রোজাদারকে ইফতার করায়, সে রোজাদারের সমান সওয়াব পায়, তবে রোজাদারের সওয়াব কমানো হবে না।"
(তিরমিজি, হাদিস: ৮০৭)
সিলেটভিউ২৪ডটকম/ ডেস্ক/ সানি