সংযুক্ত আরব আমিরাতে রেডিমেড গার্মেন্টস ট্রেডার্স এসোসিয়েশন ইউএই এর উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ই মার্চ) আজমানের একটি রেস্তোরায় আয়োজিত ইফতার মাহফিলে রেডিমেড গার্মেন্টস ট্রেডার্স এসোসিয়েশন আজমানের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরের পরিচালনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইমন মোহাম্মদ হাকিম। প্রধান অতিথি ছিলেন আল হারামাইন পারফিউমের চেয়ারম্যান মাহতাবুর রহমান নাসির।
বিশেষ অতিথি ছিলেন- বিশিষ্ট কমিউনিটি নেতা এনাম চৌধুরী, রাজা মল্লিক, বাংলাদেশ সমিতি শারজাহের সভাপতি আবুল বাশার, জনতা ব্যাংক শারজাহ শাখার সভাপতি আরিফ মোহাম্মদ উল্লাহ, রেডিমেড গার্মেন্টস ট্রেডার্স এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা হুমায়ূন কবির, উপদেষ্টা হেলাল উদ্দিন সিআইপি, আবুল কাশেম সিআইপি, শহিদুল ইসলাম চৌধুরী, শাহাব উদ্দিন মিয়া, আব্দুর রশিদ, আলতাব হোসেন সিআইপি, মোহাম্মদ লোকমান, সিনিয়র সহ সভাপতি শামীম আহমেদ, সহ সভাপতি মেজবাহ উদ্দিন গাজী, নাসির উদ্দিন, সুমন আহমেদ, মাকসুদুর রহমান বিপ্লব, মোহাম্মদ ওমর ফারুক, সালাহউদ্দিন আরিফ, শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম, আব্দুর রহিম, আতিকুর রহমান, সহ সাধারণ সম্পাদক মনির হোসেন, সাংগঠনিক মোহাম্মদ দুলাল সরকার।
এসময় উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা ইঞ্জিনিয়ার করিমুল হক, কামাল হোসেন সুমন, নাজমুল হোসেন সাইদ, শহিদুল ইসলাম, মামুনুর রশিদ, রেডিমেইড গার্মেন্টস ট্রেডার্স এসোসিয়েশন আজমানের সহ সাংগঠনিক সম্পাদক আল মাহমুদ সবুজ, শাহ আলম, আলাউদ্দিন নিলয়, দপ্তর সম্পাদক মোহাম্মদ মাহমুদ সজল, প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন শামীম ও সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মান্নান, ইব্রাহিম আজাদ, সহ ধর্ম বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম মোনান সহ আরো অনেকে।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যানে মোনাজাত পরিচালনা করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক মুফতি মাসুম বিল্লাহ।
আলোচনা সভায় বক্তারা বলেন, আমিরাতে বাংলাদেশী কেউ মারা গেলে দেশে লাশ প্রেরণে সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশী প্রবাসী মধ্যে যাদের বিএমইটি বা প্রবাসী কল্যান কার্ড নাই তাদের নিজস্ব খরচে কার্ড বানিয়ে দেওয়া সহ প্রবাসীদের সকল সমস্যায় এই সংগঠন এগিয়ে আসে। এছাড়া মিশরের দূর্যোগে সংগঠনের পক্ষ থেকে ৫০০ টনের অধিক বাংলাদেশী তৈরি পোশাক দিয়ে সহযোগিতা করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/খোকন/এসডি-০১