মাগুরায় শিশু আট বছরের শিশু আছিয়াকে ধর্ষণের প্রতিবাদে ও অনতিবিলম্বে ধর্ষকের সর্ব্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবীতে কফিন মিছিল ও গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুম্মা শহরের কোর্ট মসজিদ প্রাঙ্গণে প্রথমে গায়েবানা জানাযা আদায় করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।
পরে তারা শহরের বের করে কফিন মিছিল। এসময় তারা ধর্ষকের শাস্তির দাবীতে নানা ধরণের শ্লোগান দেয়। মিছিলটি কোর্ট মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে টাউনহল এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার আহবায়ক আরিফ তালুকদার, সদস্য সচিব মাহদী হাসান, মুখসংগঠক আশরাফুল ইসলাম সুজন প্রমুখ।
সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, মাগুরার আছিয়াসহ সারা দেশে ধর্ষণের যে বর্বরতা চলছে তা কোন ভাবেই কাম্য নয়। আছিয়াকে যারা ধর্ষণ করেছে সেই সকল ধর্ষক ও হত্যাকারীদের সর্ব্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড দিতে হবে। একই সাথে সারা দেশে ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের ধরে দ্রুত আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে। আছিয়ার মতো যেন আর কোন শিশু এভাবে আকালেই ঝড়ে না যায় সে জন্য দ্রুত বিচার কাজ সম্পন্ন করে ইতিহাস সৃষ্টি করতে হবে।
সিলেটভিউ২৪ডটকম/জাকির/এসডি-০৮