প্রয়াত অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান বলেছেন, আগামী নির্বাচনে আওয়ামীলীগ নয়, নতুন প্রতিপক্ষ শক্তি সঞ্চয় করছে, আমাদের লগে (সাথে) কুস্তিু (লড়াই) করার লাগি (জন্য)। তারা সারা বাংলাদেশে খুব দৌঁড়ঝাপ করছে। আর আওয়ামীলীগ নির্বাচনে থাকলেও ধরাছোঁয়ার কিছু থাকবে না। নতুন প্রতিপক্ষ মানে বাচ্চাদের দল, ছোট ভাইদের না।

তিনি বলেন, আমাদের লগে (সঙ্গে) যারা নতুন প্রতিপক্ষ হতে চাচ্ছেন উনাদের (তাদের) স্বাগত জানাই। আমরা আশা করি, গঠনমূলক রাজনীতির মাধ্যমে প্রতিদ্বন্ধিতা হবে।


নাসের রহমান বলেন, আমরা কিন্তু তিন তিনটি নির্বাচন পাইনি। আর ২০০৮ সালের নির্বাচনে ধানছড়ার ভোট নৌকা গুণে ভুয়া এমপি বানাই দেওয়া হয়েছে। বহুবছর পরে, ২০০৮ সালের পর ২০২৫ কত বছর, এ দীর্ঘ ১৮ বছর পরে একটা প্রকৃত নির্বাচন দেশের জনগণের সন্নিকটে। এবার ভোটার কিন্তু ১২ কোটির ওপরে। মানুষে চাপে (সবাই) কিন্তু ভোট দিতে যাবে। আর আমরা বিএনপি ওয়ালারা যেন ঘরে বসে না থাকি। দেখবেন, মাইনরিটি যারা, এরা কিন্তু সকাল সাতটা বাজার আগেই সেন্টার গিয়ে দাঁড়িয়ে থাকেন।

বৃহস্পতিবার (১৩ মার্চ) পবিত্র মাহে রমজান উপলক্ষে মৌলভীবাজার পৌরসভার  ৯ নং ওয়ার্ড বিএনপির ইফতার ও দোয়া মাহফিল পূর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সাবেক এমপি এসব কথা বলেন।

পৌর বিএনপির আহবায়ক সৈয়দ মমশাদ আহমদের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক সরওয়ার মজুমদার ইমনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ আব্দুল মুকিত,মো.ফখরুল ইসলাম,বকসী মিসবাউর রহমান, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আলহাজ আয়াছ আহমদ।

ইফতার মাহফিলে পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য সালাম আহমেদ জিতু, রেজা করিম, মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক জনি আহমেদসহ স্থানীয় বিএনপি-অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার সকল শ্রেণী পেশার বিপুলসংখ্যক মানুষজন অংশ নেন ।

সিলেটভিউ২৪ডটকম/এজেএল