বিএনপির ভাইস প্রেসিডেন্ট তারেক রহমান ৩১ দফা বাস্তবায়ন ও বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে সুনামগঞ্জের সর্বস্তরের বিএনপির নেতৃবৃন্দ ব্যানারে সাবেক হুইফ ফজলুল হক আসপিয়ার বাস ভবনে আলোচনা সভা পরবর্তী ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আসম খালেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় নেতাকর্মীরা বলেন, ‘বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা মামলা,হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। বিএনপির দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম ও জুলাইয়ে ছাত্রজনতার বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনা পালাতে বাধ্য। ফ্যাসিস্ট হাসিনা পতনের পর অনেক নেতা নিজেকে রাজাধিরাজ মনে করছেন। শক্তি প্রদর্শনের মাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করছেন। দলের ত্যাগী নেতাদের মূল্যায়ন না করে অনুপ্রবেশকারীদের ক্ষমতার রাজনীতি করে আসছেন। যা দলের জন্য কখনোই সুখকর নয় ।’
বক্তারা বলেন, ‘আমারা দলের আনুগত্য করি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের এই সংগঠন কোনো ভাইয়ের স্বার্থের জন্য ক্যাডারভিত্তিক রাজনীতি করতে পারেনা। আমরা তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে কাজ করবো। দল যাঁকে মনোনয়ন দিবে তাঁকে সমর্থন দিবো। জেলার ১৬ ইউনিটের কমিটিতে অনেক আওয়ামী লীগের সুবিধাভোগীদের স্থান দেয়া হয়েছে। অচিরেই তাদের বাদ দিয়ে ত্যাগীদের মূল্যায়ন করতে হবে।’
তৃণমূলকে ঐক্যবদ্ধ করে দলকে সুসংহত করতে সকলের প্রতি আহ্বান নেতৃবৃন্দের।
সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ব্যারিস্টার আবিদুল হক, সেলিম আহমদ, আবুল মনমুর শওকত, পৌর বিলনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, এডভোকেট শামীম আহমদ,
আতাউর, সাবেক কাউন্সিলর মোশাররফ হোসেন,এডভোকেট কামাল হোসেন, আব্দুল করিম, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা আফসার উদ্দিন, তাহির উপজেলা বিলনপি নেতা আবুল হোসেন, শান্তিগঞ্জ উপজেলা বিএনপি নেতা সলিব নূর বাচ্চু, মইনুল হক, এডভোকে সাদিকুর রহমান স্বপন, আলীনূর, ইছাক আলী, ফিরোজ মিয়া, আলাউদ্দিন, জাকির খান আঙ্গুর, রুকন মিয়া,আল আমীন, যুবদলে নেতা আব্দুল লতিফ ময়না,ফয়সল আহমদ প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/শহীদনুর/এসডি-১৬