ব্রিটেনে বসবাসরত সিলেট  মহানগরীর প্রবাসীদের সংগঠন ‘সিলেট সিটি ক্লাব ইউকে’র উদ্যোগে প্রতি বছরের ন্যায় মাহে রমজান উপলক্ষে মঙ্গলবার ইস্ট লন্ডনের লন্ডন এন্টারপ্রাইজ একাডেমিতে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে৷

সিলেট সিটি ক্লাবের’ সাধারণ সম্পাদক তোফায়েল বাছিত তপু দীর্ঘ ৩০ বছর পর  বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে এবারের ইফতার মাহফিল ব্যাপক পরিসরে করা হয়।


সিলেট সিটি ক্লাব, ইউকের সভাপতি আবুবকর ফয়েজী সুমন-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তোফায়েল বাছিত তপু ও শহিদুল ইসলাম মামুনের যৌথ পরিচালনায় ইফতারের পূর্বে সিটি ক্লাবের সভাপতির শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত সিটি ক্লাবের সদস্যবৃন্দ ও  অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

ইফতারের পুর্বে রমজানের ফজিলত ও গুরুত্ব নিয়ে আলোচনা করা হয় ।পরিশেষে জনাব মো : আবুল হোসেন এর দোয়া ও মোনাজাতের মাধ্যমে পুরো মুসলিম উম্মার  জন্য শান্তি কামনা করা হয়।

ইফতার মাহফিল সিটি ক্লাবের ক্লাবের উপদেষ্টা মন্ডলী সদস্যবৃন্দ,সহ-সভাপতিবৃন্দ,সম্পাদক মন্ডলী এবং কার্য নির্বাহী কমিটির সদস্য বৃন্দ এবং সাধারণ সদস্যেরা ও উপস্থিত ছিলেন। সেই সাথে বৃটেনের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দরা ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।

এসময় অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন, বি সি এর সাবেক সভাপতি  পাশা খন্দকার এমবি ই, রাজনীতিবিদ বদরুজ্জামান সেলিম, বি সি এর সাধারণ সম্পাদক মিঠু চৌধুরী, কমিউনিটি নেতা আশিকুর রহমান আশিক, সাংবাদিক সাঈদ চৌধুরী, অলিউল্লাহ নোমান,সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুজিবুল হক মনি, আবুল কালাম আজাদ, আব্দুল মুকিত, এমদাদ হোসেন টিপু,গোলাম রাব্বানী সোহেল, গয়াস আহমদ, আবদুর রহিম বেগ প্ৰমূখ।

সিটি ক্লাবের মাঝে উপদেষ্টা সাবুল শামসুজ্জামান, জিয়ার আহমদ, কাজী দেলওয়ার হোসেন, রুনু মিয়া,নোমান আহমদ,জাকির হোসেন, সেলিম হোসেইন, শাহিন মোস্তুফা,মুবিন চৌধুরী ময়না,সৈয়দ জাবেদ ইকবাল, মশিউর রহমান সোহেল, আশরাফ গাজী, শিপার আহমদ বাবলা, সাবের চৌধুরী মহসিন, আব্দুল মুমিন,আতিকুর রহমান চৌধুরী পাপ্পু, সৈয়দ আসাদ হক, উবেদ খান, মোস্তাক খান মজনু, আহাদ চৌধুরী বাবু, ছালেহ আহমদ জিলান, সালেহ গজনবী, তপু শেখ, সুজাত আহমদ, মিজানুর রহমান মিজান, ইয়ামিনুর রহমান রূবেল,মহান চৌধুরী, সৈয়দ সুহেল আহমদ, এলাহী বক্স এনাম,আব্দুল্লাহ বাপন, মিকদাদ খাঁন,জালাল মিনটু, সালাউদিদন মামুন, জাকির হোসেন ফাহিম, লায়েক আহমদ চৌধুরী, নাসিম আহমেদ চৌধুরী, রাজিব আহমদ, মোশ্তাক আহমদ, নাসিম আহমদ, জিলহাদ উদিদন,মহিউড্ডিন আলমগীর, আসাদুজ্জামান আহমেদ, মো: আশরাফ, মো: মুমিত, ছইল মিয়া,মুনিম আহমদ, রুবিল হোসেন, জিয়া ইসলাম জিয়া, সৈয়দ নওসের বাদল, পারভেজ আহমেদ পাবেল, মো:জয়নাল জাকির, মো:জুম্মান আহমদ ও পারভেজ আহমদ প্ৰমূখ।

আরো উপস্থিত ছিলেন- আলী আহমদ, আহমেদ সাদিক, এনাম আহমদ,সলিসিটার আলিমুল হক, মাহতাব আহমদ, একাউন্ট’স মো:মজনু আহমদ, এনামুল হক এনাম , মুবিনুল ইসলাম মুবিন, খসরুজ্জামান খসরু, কামরান আহমদ,দেলোয়ার হোসেন, শাহিন চৌধুরী, ইস্তাব উদ্দিন আহমদ, আহাদ চৌধুরী বাবু সহ আরো অনেকে৷
 

 

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-২৭