যুক্তরাষ্ট্রের একটি বিমানবন্দরে বিমানে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এ ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন বিমানের ১৭৮ যাত্রী। অগ্নিকাণ্ডের সময় তারা বিমানের ভেতরে ছিলেন।
শুক্রবার ( ১৪ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে ডালাসগামী আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমানে আগুন লেগে যায়। এ সময় বিমানে ছয় ক্রুসহ ১৭৮ যাত্রী ছিলেন।
বিমান সংস্থার এক মুখপাত্র জানান, আমেরিকান এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৩৭-৮০০, ফ্লাইট কলোরাডো স্প্রিংস থেকে ছেড়ে ডালাস ফোর্ট ওয়ার্থ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় বিমানটিকে ডেনভারে ঘুরিয়ে দেওয়া হয়।
বিমানে অগ্নিকাণ্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা গেছে, বিমানে থাকা যাত্রীরা বিমানটি খালি করার সময় বিমানের ডানা থেকে জোর করে বেরিয়ে আসেন। এ সময় বিমান থেকে ধোঁয়া বের হতে দেখা যায়।
বেশ কয়েকটি সংবাদমাধ্যমে প্রতিবেদন বলা হয়েছে, অবতরণের পর বিমানটি গেটের দিকে যাচ্ছিল । এ সময় বিমানের ইঞ্জিন-সম্পর্কিত সমস্যা দেখা দেয়।
বিমান সংস্থাটি জানিয়েছে, ১৭২ যাত্রী এবং ছয় ক্রু সদস্যকে বিমান থেকে সরিয়ে আনা হয়েছে। তাদের টার্মিনালে স্থানান্তরিত করা হচ্ছে। আমরা আমাদের ক্রু সদস্য, ডেন টিম এবং উদ্ধারকর্মীদের দ্রুত এবং সিদ্ধান্তমূলক পদক্ষেপের জন্য ধন্যবাদ জানাই। বোর্ডে এবং মাটিতে থাকা সবার নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এক পোস্টে জানিয়েছে, বিমান থেকে সব যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তবে ১২ জনকে সামান্য আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আগুন নিভে গেছে। এ ঘটনায় কেউ আহত হয়নি। তবে আগুনের কারণ এখনো নিশ্চিত নয়।
এদিকে, ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, কলোরাডো থেকে ডালাস-ফোর্ট ওয়ার্থগামী বোয়িং ৭৩৭-৮০০ বিমানটির ইঞ্জিনে কম্পন অনুভূত হওয়ার পর ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানান্তরিত করা হয়েছিল। অবতরণ করার পরে বিমানের একটি ইঞ্জিনে আগুন ধরে যায়। এ সময় যাত্রীদের স্লাইড ব্যবহার করে সরিয়ে নেওয়া হয়।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক