হবিগঞ্জের আজমিরীগঞ্জের বদলপুর ইউনিয়নের দীঘলবাগে দোল পূর্নিমা উপলক্ষে মেলায় দিনভর প্রকাশ্যে লাখ লাখ টাকার জুয়া খেলার অভিযোগ উঠছে। অপরদিকে আজমিরীগঞ্জ পৌরসদরে শনিবার (১৫ মার্চ) শতবর্ষী শনি আখড়ার মেলা অনুষ্টিত হবার কথা থাকলেও সংশ্লিষ্ট প্রশাসনের অনুমতি না পাওয়ায় শনি মেলা বন্ধ ঘোষনা করেছেন মেলা কর্তৃপক্ষ ।
পুলিশ প্রশাসন বলছে, উর্ধ্বতন কর্তৃপক্ষ অনুমতি না দিলে উপজেলায় কোন মেলা বা গান বাজনার আসর বসবে না তবে ওয়াজ মাহফিল বা পূজা অর্চনা করা যাবে। আর বদলপুরের দীঘলবাগের মেলা সম্পর্কে পুলিশ প্রশাসন অবগত নয়৷
স্থানীয় প্রত্যক্ষদর্শী সুত্রে জানাগেছে, প্রতি বছরের ন্যায় এবারও দুল পূর্নিমা উপলক্ষে বদলপুর ইউনিয়নের দীঘলবাগে মেলা বসে এবং মেলায় প্রকাশ্যে চারটি জুয়ার আসর বসে৷ জুয়ার আসরের দুটি ভিডিওতে দেখা যায়, প্রকাশ্যে চলছে লাখ লাখ টাকার জুয়া খেলা।
কিন্তু স্থানীয় ইউপি সদস্য ও চেয়ারম্যানের সাথে আলাপ কালে তারা বিষয়টি আংশিক স্বীকার করলেও পরে তা অস্বীকার করেন।
সংশ্লিষ্ট ইউপি সদস্য শ্যামল কুমার দাস বলেন, মেলায় কোন জুয়ার আসর বসেনি৷
ইউপি চেয়ারম্যান সুশেনজিৎ চৌধুরী বলেন, মেলার অদুরে একটি আসর বসেছিল কিন্তু আমরা খবর পেয়ে গিয়ে বন্ধ করে দেই।
একই ইউনিয়নের পিরোজপুরের বাসিন্দা প্রত্যক্ষদর্শী শফিকুর রহমান বলেন, আমি ব্যাক্তিগত কাজে ঐ এলাকায় গিয়েছিলাম। মেলা ঘুরে চারটি জুয়ার বোর্ড চলতে দেখেছি ।
অপরদিকে প্রতি বাংলা সনের চৈত্র মাসের প্রথম শনিবারে পৌরসদরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন অনুষ্টিত শতবর্ষী শনি আখড়ার মেলা শনিবার (১৫ মার্চ) অনুষ্ঠিত হবার কথা থাকলেও প্রশাসনের অনুমতি না পাওয়ায় খেলনা, বিভিন্ন রকমের বাহারী জিনিষ ও খাদ্যদ্রব্যাদি বিক্রীর মেলা বন্ধ ঘোষণা করেছেন মেলা কতৃপক্ষ। তবে আখড়ায় পূজা অর্চনা যথারীতি চলমান থাকবে বলে জানা গেছে।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মাঈদুল হাছান বলেন, প্রশাসনের উর্ধ্বতন কতৃপক্ষের অনুমতি ব্যতিত কোন মেলা বা গান বাজনা করার নিষেধ রয়েছে। তবে ওয়াজ মাহফিল বা পূজা অর্চনা করা যাবে।
বদলপুর ইউনিয়নের দীঘলবাগের মেলায় জুয়ার আসরের বিষয়ে তিনি বলেন, দীঘলবাগ গ্রামে মেলা ও জুয়া হয়েছে এমন কোন তথ্য আমার কাছে নেই৷
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিবিড় রঞ্জন তালুকদার দাপ্তরিক মুটোফোন কল ও ক্ষুদে বার্তা পাঠালেও উনার কোন মন্তব্য পাওয়া যায়নি।
সিলেটভিউ২৪ডটকম/ মিলাদ/ সানি