আজ ১৫ মার্চ, ১৪ রোজা। শনিবার।

এ দিনের সিলেট ও তৎপাশ্ববর্তী এলাকায় সাহরির শেষ সময় ভোর ৪টা ৪২ মিনিট ও ইফতারের সময় ৬টা ০৫ মিনিট।


 

রমজানের শেষ দশকের গুরুত্ব

আয়েশা (রা.) বলেন, "রমজানের শেষ দশকে নবী (সা.) ইবাদতে অতিরিক্ত মনোযোগী হতেন, পরিবারকে জাগিয়ে দিতেন এবং (ইবাদতে) পরিশ্রম করতেন।"
(বুখারি, হাদিস: ২০২৪, মুসলিম, হাদিস: ১১৭৪)

 

সিলেটভিউ২৪ডটকম/ ডেস্ক/ সানি