সিলেটে শাশ্বত ৯২ বন্ধু ফোরামের উদ্যোগে ১ টাকায় ঈদের বাজার অনুষ্ঠিত হয়েছে।
 

শনিবার দুপুরে সিলেটের গোলাপগঞ্জের একটি বাগানে ১টাকার বাজার বসানো হয়। এতে প্রায় শতাধিক পরিবার ১ টাকা দিয়ে ঈদের বাজার করেন।


১টাকায় ঈদের বাজারের মধ্যে পুরুষদের জন্য ছিল লুঙ্গী ও ১ প্যাকেট সেমাই। আর মহিলাদের জন্য ছিল শাড়ি ও ১ প্যাকেট সেমাই। বাজার করতে আসা ক্রেতারা ১ টাকার বিনিময়ে তাদের পছন্দসই লুঙ্গী পাঞ্জাবী কিনে নেন।
 

এদিকে ১ টাকায় ঈদ বাজার করতে পেরে খুশি সাধারণ খেটে খাওয়া মানুষেরা।

তারা বলেন, যেকোন উৎসব পার্বণে নতুন কাপড় কেনা তাদের পক্ষে সম্ভব হয়না। তাই ১টাকায় এই ঈদের বাজার করতে পেরে আনন্দিত তারা।
 

আয়োজকেরা বলেন, সমাজের খেটে খাওয়া মানুষেরা সবসময়ই বঞ্চিত। ঈদেও তারা নতুন কাপড় কিনতে পারে না, অনেকেরই সেমাই কেনার মত টাকাও থাকে না। তাই খেটে খাওয়া মানুষদের ঈদ আনন্দ বর্ণিল করতেই এমন আয়োজন বলে জানান তারা।

 

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১২